বিআরটিএ কর্মচারী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

Passenger Voice    |    ০২:৫৮ পিএম, ২০২২-১০-১৪


বিআরটিএ কর্মচারী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

বিআরটিএ কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে এ ভোটগ্রহণ চলছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিআরটিএর উপপরিচালক সুব্রত কুমার দেবনাথ।

যদিও ১১টি পদের চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বাকি ৭টি পদে ভোটযুদ্ধে লড়ছেন ১৮ জন প্রার্থী।

এবারে সভাপতি পদে লড়ছেন তিনজন। তারা হলেন বাস প্রতীকে মো. আশিকুর রহমান, বই প্রতীকে মুহাম্মদ শফিকুল ইসলাম ও ছাতা প্রতীকে মো. আব্দুল গফফার।

সহসভাপতির দুটি পদে লড়ছেন পাঁচজন। আমিনুল ইসলাম মোল্লা, মো. রুস্তম আলী, মো. শফিকুল ইসলাম, সালমিন আলম, মো. মামুনুর রশীদ।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন মাহফুজুর রহমান, শেখ জাকের উল্লাহ চৌধুরী, তানজির হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. মিন্টু শেখ, আল আমিন, আবু সাঈদ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন শুভ্র ব্রক্ষ, মো. মারনুজ রহমান এবং মহিলা সম্পাদক পদে লড়ছেন, মাকসুদা সুলতানা ও সানজিদা খানম।

আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম হাওলাদার, অর্থ সম্পাদক পদে আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মো. মেহেদী ইকবাল পাটোয়ারী এবং প্রচার সম্পাদক পদে ইব্রাহীম খলিল রেজা।

 

প্যা.ভ/তা